১. ভর্তি যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস
২. আসন সংখ্যা : চারটি টেকনিক্যাল ট্রেড এ ৪০ করে ১২০ টি আসন
৩. এসএসসি ভোকেশনাল পাশের পর রোডম্যাপ : এসএসসি (voc) পাসের পর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্ত বস্ত্র অধিদপ্তরের আওতাধীন "ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট" এ ৩০% এবং "সরকারি পলিটেকনিকে" 15% কোটায় ভর্তির সুযোগ। এছাড়া এসএসসি পাশে পর সরকারি বেসরকারি কলেজে (এইচএসসি ভোক, জেনারেল এইচএসসি) ভর্তির সুযোগ রয়েছে।
৪. সরকারি চাকরি সুযোগ : এসএসসি (ভোক) পাশে বস্ত্র অধিদপ্তরে 16 তম গ্রেডে চাকুরীর সুযোগ ও সামরিক ও বেসামরিক বাহিনীতে (বিমান, সেনা, নৌ, পুলিশ, আনসার) কোটায় এবং Technical Trade এ চাকুরীর সুযোগ। এছাড়া সরকারি অন্যান্য দপ্তরে এসএসসি ভোক পাশে চাকুরির সুযোগ।
৫. বেসরকারি চাকরি সুযোগ : বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং বায়িং হাউসে চাকুরীর সুযোগ।
৬. বেতন ও অন্যান্য সুবিধা : সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ, বাৎসরিক ৩৬০০ টাকা শিক্ষাবৃত্তি, বাস্তব প্রশিক্ষণের ভাতা ইত্যাদি
৭. এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ: খেলাধুলায় পারদর্শী ছাত্র-ছাত্রীদের জন্য বিশাল খেলার মাঠ (ফুটবল, ক্রিকেট, ভলিবল) রয়েছে যার ফলে শিক্ষার্থীরা উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়ে থাকে। ছাত্র-ছাত্রীদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধির জন্য চারটি হাউস রয়েছে যথা :
a) পদ্মা
b) মেঘনা
c) যমুনা
d) মধুমতি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস